সুপার QR কী ?
সুপার QR টালি’পে-র একটি QR কোড যার মাধ্যমে যে কোনো ব্যাংক অ্যাপ বা মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে পেমেন্ট নেয়া যায়।
টালি ‘পে সুপার QR-এর সুবিধা:
- বিকাশ, রকেট ও সকল ব্যাংক থেকে পেমেন্ট নেয়া যায়
- পেমেন্ট রিসিভ হলে ভয়েস নোটিফিকেশন পাওয়া যায়
- সাশ্রয়ী সার্ভিস চার্জ
সুপার QR পেতে করনীয় কী?
সুপার QR পাওয়া খুবই সহজ। টালি’পে-তে একটি রিটেইলার বা মার্চেন্ট একাউন্ট খুলেই পেতে পারেন সুপার QR।
টালি’পে-তে এখনো একাউন্ট না খুলে থাকলে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুনঃ
১) NID-এর তথ্য দিন
২) আপনার সেলফি তলুন
৩) মোবাইল ব্যাংকিং একাউন্ট বা ব্যাংক একাউন্টের তথ্য দিন
টালি’পে একাউন্ট হয়ে গেলে অ্যাপের মধ্যেই আপনার ব্যবসা/পেশার তথ্য দিয়ে রিটেইলার একাউন্টের জন্য অনুরোধ করুন। আপনার তথ্য যাচাই করে সাধারণত ২-৩ কর্মদিবসের মধ্যে রিটেইলার একাউন্ট এক্টিভ করা হয় ও সুপার QR প্রদান করা হয়। উল্লেখ্য, আপনার প্রদত্ত তথ্য অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
আর যদি আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স থাকে তাহলে টালি’পে মার্চেন্ট একাউন্ট খুলে সুপার QR পেতে পারেন। এই একাউন্ট খোলার জন্য টালিখাতা হেল্পলাইনে কল করে কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে মার্চেন্ট একাউন্ট-এর জন্য আগ্রহের কথা জানান।
টালি'পে রিটেইলার একাউন্ট কী?
টালি’পে রিটেইলার একাউন্ট টালি’পে ওয়ালেট সার্ভিসের একাউন্টের একটি ধরণ যা ক্ষুদ্র/মাঝারি ব্যবসায়ী যারা নিজেরা ব্যবসার মালিক এবং নিজেরাই ব্যবসা পরিচালনা করেন অথবা পেশাজীবী যারা সেবার বিপরীতে কাস্টমারের কাছ থেকে পেমেন্ট নিয়ে থাকেন তাদের জন্য প্রযোজ্য।
রিটেইলার একাউন্ট-এর প্রধান সুবিধা সমূহঃ
- টালি’পে সুপার QR পাওয়া খুবই সহজ
- যেকোনো পেমেন্ট রিসিভে ভয়েস নোটিফিকেশন
- কম খরচে ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সার্ভিসে মানি আউট করা যায়
রিটেইলার একাউন্ট খুলতে কোনো ট্রেড লাইসেন্সের প্রয়োজন নেই। শুধু একাউন্টধারীর NID দিয়ে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরটি সক্রিয় থাকা প্রয়োজন।
টালি’পে রিটেইলার একাউন্ট কিভাবে খুলবো?
রিটেইলার একাউন্ট-এর জন্য অনুরোধ করতে নিন্মোক্ত প্রক্রিয়া অনুসরণ করুনঃ
ক) টালি’পে পার্সোনাল একাউন্ট থাকলে টালি ট্যাবে “সুপার QR নিন, ব্যবসা বাড়ান” অপশনে ট্যাপ করে ফর্ম পূরণ করুন।
খ) টালি’পে পার্সোনাল একাউন্ট না থাকলে প্রথমে অ্যাপের ‘ওয়ালেট’ ট্যাব থেকে “টালি’পে একাউন্ট খুলুন” বাটন-এ ট্যাপ করে পার্সোনাল একাউন্ট সম্পন্ন করুন।
এরপর “সুপার QR নিই” বাটনে ট্যাপ করে রিটেইলার একাউন্ট-এর জন্য ফর্ম পূরণ করুন।
রিটেইলার একাউন্ট-এর ফর্মে থাকা প্রয়োজনীয় তথ্য পূরণ করে জমা নিশ্চিত করতে হবে।
রিটেইলার একাউন্ট-এর জন্য যে সকল তথ্যের প্রয়োজনঃ
১) ব্যবসা/পেশার নাম
২) ব্যবসা/ পেশার ধরণ
৩) কর্মস্থলের ছবি
৪) আয়ের তথ্য
৫) ব্যবসার বর্তমান ঠিকানা
এই সকল তথ্য দেয়ার পর আপনার টালি’পে মোবাইল নম্বরটি আপনার NID দিয়ে রেজিস্ট্রিকৃত কিনা তা অটোমেটিক যাচাই করা হবে। মোবাইল নম্বরটি যদি আপনার NID দিয়ে রেজিস্ট্রিকৃত না হয়, তাহলে NID দিয়ে রেজিস্ট্রিকৃত ভিন্ন একটি নম্বর দিতে হবে। NID দিয়ে রেজিস্ট্রিকৃত নম্বর যাচাই সম্পন্ন হলে আপনার অনুরোধটি গ্রহণ করা হবে।
টালি’পে টিম কর্তৃক যাচাই সাপেক্ষে রিটেইলার একাউন্টটি এক্টিভ হবে এবং একাউন্ট এক্টিভ হলে আপনি সুপার QR এর সকল সুবিধা উপভোগ করতে পারবেন।
কীভাবে বুঝবো যে আমি সুপার QR পেয়েছি?
আপনার সুপার QR এক্টিভ হলে এসএমএস ও টালিখাতা অ্যাপে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।
এছাড়াও আপনার একাউন্ট-এর ধরণ যদি “মার্চেন্ট” অথবা “রিটেইলার” হয়ে থাকে অ্যাপের টপ বার-এ নামের পাশে QR আইকনটি ট্যাপ করে আপনার সুপার QR দেখতে পারবেন।
কীভাবে সুপার QR দিয়ে পেমেন্ট নেবো ?
সুপার QR দিয়ে পেমেন্ট নিতে নিন্মোক্ত ধাপগুলো অনুসরণ করুনঃ
১) আপনার দোকানে রাখা QR স্ট্যান্ড বা স্টিকারটি কাস্টমারের সামনে প্রদর্শন করুন। স্টিকার/স্ট্যান্ড না থাকলে অ্যাপের টপ বার-এ নামের পাশে QR আইকনটি ট্যাপ করে QR টি কাস্টমারের সামনে প্রদর্শন করুন।
২) কাস্টমারকে বলুন তার পেমেন্ট অ্যাপের বাংলা QR স্ক্যানার দিয়ে আপনার সুপার QR স্ক্যান করতে।
৩) কাস্টমার লেনদেনটি সম্পন্ন করলে আপনার টালিখাতা অ্যাপে নোটিফিকেশন চলে আসবে, এবং ভয়েস সাউন্ডে আপনি টাকার পরিমাণ শুনতে পাবেন।
টালি’পে মার্চেন্ট একাউন্ট কী?
যে সকল ব্যবসায়ী মাঝারি বা বড় পরিসরে ব্যবসা পরিচালনা করেন এবং যাদের ব্যবসার ট্রেড লাইসেন্স আছে তাদের জন্য মার্চেন্ট একাউন্ট প্রযোজ্য।
মার্চেন্ট একাউন্ট-এর দৈনিক ও মাসিক লেনদেন লিমিট এবং সর্বোচ্চ ওয়ালেট ব্যালেন্স সাধারণত ব্যবসার বেচার পরিমাণের উপর হয়ে থাকে। ক্ষেত্র বিশেষে আনলিমিটেড হয়।
টালি’পে মার্চেন্ট একাউন্ট কীভাবে খুলবো?
যদি আপনার টালি’পে একাউন্ট খোলা না হয়ে থাকে, অ্যাপের ‘ওয়ালেট’ ট্যাবে যান। এরপর “টালি’পে একাউন্ট খুলুন” বাটন-এ ট্যাপ করুন।
একাউন্ট খোলা সম্পন্ন করে টালিখাতা হেল্পলাইনে কল করুন। আমাদের কাস্টমার সার্ভিস প্রতিনিধি আপনাকে মার্চেন্ট একাউন্ট খুলতে সাহায্য করবে।
আমার টালি‘পে রিটেইলার একাউন্ট-এর অনুরোধ বাতিল হয়েছে, কী করবো?
আপনার প্রদত্ত তথ্য সামঞ্জস্যপূর্ণ না হলে টালি’পে টিম পুনরায় হালনাগাদ তথ্য চাইতে পারে। এক্ষেত্রে অ্যাপে নোটিফিকেশন ও এসএমএস এর মাধ্যমে আপনাকে জানানো হবে। সাথে একাউন্ট এক্টিভ না হওয়ার কারণসমূহও জানানো হবে ।
আপনি হালনাগাদ তথ্য দিয়ে পুনরায় অনুরোধ করতে পারবেন। হালনাগাদ তথ্য দিতে অ্যাপের হোম, মেন্যু বা প্রোফাইল থেকে “সুপার QR তথ্য ঘাটতি আছে। হালনাগাদ তথ্য দিন” অপশনে অথবা আমার সুপার QR স্ক্রিন থেকে “হালনাগাদ তথ্য দিই” বাটন-এ ট্যাপ করে রিটেইলার একাউন্ট-এর ফর্মটি খুলে তথ্যের ঘাটতি সম্পর্কে জানতে পারবেন ও পুনরায় তথ্য জমা দিতে পারবেন।
হালনাগাদ তথ্য জমা দিলে অনুরোধ পুনরায় যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে আপনাকে এসএমএস ও টালিখাতা অ্যাপে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।
সুপার QR সম্পর্কিত লিমিট কোথায় দেখা যাবে?
আপনার অ্যাপের মেন্যু থেকে “লেনদেনের লিমিট” ট্যাপ করে সুপার QR লিমিট সম্পর্কে জানতে পারবেন।