সিরাজগঞ্জ জেলার সদর থানার একডালা গ্রামের আব্দুল মজিদের মনোহরি দোকান ‘মিথিলা ষ্টোর’। ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল মজিদ তার মেয়ের নামে দোকানের নাম রেখেছেন। সিরাজগঞ্জ শহর থেকে ২০ কিলোমিটার দূরে হলেও মোটামুটি প্রত্যন্ত গ্রাম বলা চলে। চার ভাইবোনের মধ্যে আব্দুল মজিদ তৃতীয়। পরিবারে আর্থিক স্বচ্ছলতা ছিল না বললেই চলে। ইচ্ছা ছিল নিজেই কিছু করবেন। ব্যবসা করবেন, নিজের পায়ে দাঁড়াবেন। আর্থিক সচ্ছলতা নিশ্চিত করবেন।
২০১০ সালে মোবাইল রিচার্জ ব্যবসা দিয়ে শুরু করেন।। এরপর মনোহরি পণ্যের ব্যবসা যোগ করেন। একা মানুষ দুই হাতে সব কিছু সামাল দিতে হয়। তাই নিয়মিতই দিনশেষে আয়-ব্যয়ের হিসাব মিলে না।